Assam:হাফলং পুলিশের পৃথক দুটি অভিযানে হেরোইন সহ আটক পাঁচ যুবক

হাফলং (অসম), ৯ অক্টোবর (হি.স.) : রাজ্যে ড্রাগসের বিরুদ্ধে অসম পুলিশের অভিযান অব্যাহত। পুলিশ প্রতিদিন কোটি কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করছে। অনুরূপভাবে শনি ও রবিবার ডিমা হাসাও জেলার হাফলং পুলিশ দুটি পৃথক পৃথক অভিযান চালিয়ে সন্দেহজনক হেরোইন সহ পাঁচ যুবককে আটক করেছে।

গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে হাফলং সদর থানার পুলিশ দুটি পৃথক পৃথক অভিযান চালিয়ে সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করেছে। এ সঙ্গে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। হাফলং পুলিশ এই ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে সন্দেহজনক হেরোইন সহ ১০৪টি কন্টেইনার বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে।