Assam:সভাস্থল সাফাই অসম বিজেপির সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ এবং গুয়াহাটির মেয়র মৃগেনের

গুয়াহাটি, ৯ অক্টোবর (হি.স.) : কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে গতকাল শনিবার গুয়াহাটির খানাপাড়া ময়দানে দলের প্রায় ৫০ হাজার কাৰ্যকৰ্তা সম্মেলনস্থল আজ রবিবার নিজের হাতে সাফাই করেছেন বিজেপির প্রদেশ সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা এবং গুয়াহাটির মেয়র মৃগেন শরণিয়া।

বিজেপির নবনির্মিত প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবন উদ্বোধন উপলক্ষ্যে গতকাল খানাপাড়ায় বিশাল কার্যকর্তা সমাবেশে উদাত্ত ভাষণ দিয়েছেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল প্ৰমুখ বেশ কয়েকজন। ওই সমাবেশে গোটা রাজ্যের বুথ পর্যায় থেকে মণ্ডল, জেলা এবং প্রদেশ কমিটির প্রায় ৫০ হাজার পদাধিকারী-কার্যকর্তা এসেছিলেন। বিশাল সম্মেলনের পর আজ অন্য রূপে দেখা গেছে বিজেপির প্রদেশ নেতৃত্বকে।

আজ সকালে বিজেপির প্রদেশ সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা এবং গুয়াহাটি পুরনিগমের মেয়র মৃগেন শরণিয়া দলের অন্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে ঝাড়ু দিয়ে খানাপাড়ার গোটা সমাবেশস্থল পরিষ্কার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *