Tripura:জুয়েলসের হয়ে খেলবেন ভিনরাজ্যের বসন্ত, ভেন্তে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর।।আসছেন বসন্ত সিং। কালিংপং-‌এর ওই ফুটবলার দীর্ঘ কয়েকবছর পর এবার ত্রিপুরার লিগে খেলতে আসবেন। এবারও খেলবেন জুয়েলস অ্যাসোসিয়েশনের জার্সি গায়ে দিয়ে। এছাড়া আসছেন মিজোরামের মাঝমাঠের ফুটবলার ভেন্তে। এবছর স্থানীয় ফুটবলারদের উপরই ভরসা রেখে প্রথম ডিভিশনের দল গড়ছে জুয়েলস এসোসিয়েশন। যতটুকু খবর, বসন্ত এবং ভেন্তের সঙ্গে মিজোরাম থেকে দুই জন এবং উত্তর প্রদেশ থেকে ১ জন ফুটবলার আনার পরিকল্পনা নিয়েছেন জুয়েলসের কর্তারা। স্থানীয় ফুটবলারদের মধ্যে জুয়েলসের হয়ে খেলার জন্য এবছর দলবদলে অংশ নিয়েছিলেন শান্ত দেববর্মা, আনন দেববর্মা, নিলাধ্বজ জমাতিয়া, দেবরাজ জমাতিয়া, বিশ্বজিৎ দেববর্মা, প্রণব সরকার, মনিষ দেববর্মা, সঞ্জয় জমাতিয়া এবং বিষ্ণু মলশুম। নেওয়া হবে স্থানীয় লিয়েনে ফুটবলার। ক্লাব সচিব পুরীপ্রসাদ দেববর্মা এখবর জানান। তিনি বলেন, “লড়াকু দল গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তা মাথায় রেখেই দল সাজানো হচ্ছে। কোচ কর্ণেন্দু দেববর্মা শেষ সময়ে ফুটবলার চাইলে তাও আনার পরিকল্পনা নেওয়া হবে। তবে আপাতত বিদেশী ফুটবলার আনা নিয়ে আমাদের তেমন কোনও পরিকল্পনা নেই। আমাদের ছেলেরা ভালো লড়াই ছুড়ে দেবে বলে আমাদের প্রত্যাশা”‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *