হারাঙ্গাজাও (অসম), ৮ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও জেলার ডিমরুছড়া নদীতে অজ্ঞাতপরিচয় জনৈক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে আজ শনিবার সকালে। নদীতে ভাসমান অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় সমগ্র এলাকা জুড়ে চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে।
হারাঙ্গাজাও থানার অন্তর্গত ডিমরুছড়া নদীর সেতুর নীচে জলের মধ্যে মুখমণ্ডল নীচের দিকে উপুর অবস্থায় ওই অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, আজ সকালে ওই পথ দিয়ে চলাচলকারী কয়েকজন লোক ডিমরুছড়া নদীর সেতুর নীচে জলে ভাসমান অবস্থায় একজন লোকের দেহ দেখতে পেয়ে হারাঙ্গাজাও পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে নদীর জলে উপুর হয়ে পড়ে ভাসমান অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। তবে নদী থেকে উদ্ধারকৃত নিহত ব্যক্তির পরিচয় এই খবর লেখা পর্যন্ত জানতে পারেনি হারাঙ্গাজাও পুলিশ।