Teliamura:তেলিয়ামুড়ায় গ্যাস এজেন্সিতে নাইটগার্ডের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ ইউনাইটেড গ্যাস এজেন্সি তেলিয়ামুড়ার অফিস থেকে শনিবার সকালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়৷ ঘটনার তদন্ত করছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া রাজনগর স্থিত ইউনাইটেড গ্যাস এজেন্সি অফিসের রাত্রিকালীন প্রহরার দায়িত্বে থাকা বহিঃরাজ্যের যুবক তথা ৩২ বছর বয়সি টিংকু কুমার যাদব অন্যান্য দিনের মতো রাতের খাওয়া-দাওয়া শেষ করে ইউনাইটেড গ্যাস এজেন্সির অফিসে চলে আসে রাতে প্রহরার দায়িত্বে৷ আর রাতেরই কোন এক সময় কোন কারণে নিজের গলায় থাকা গামছা দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে টিংকু৷
 পরবর্তীতে শনিবার সকালে গ্যাস এজেন্সির অফিসের কর্মীরা অফিসে এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি শুরু করলে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায়  ঝুলন্ত অবস্থায় থাকা টিংকুর মৃতদেহ৷ পরবর্তীতে গ্যাস এজেন্সির কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া থানায়৷ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে৷ তবে কি কারণে মূলত আত্মহত্যার পথ বেছে নিল বহিঃরাজ্যের যুবক টিংকু সে প্রসঙ্গে কেউই কিছু বলতে পারছে না৷ যদিও টিংকুর পিতা জানিয়েছেন তারা বহিঃ রাজ্যের বাসিন্দা, এখানে কাজের উদ্দেশ্যে পিতা পুত্র ত্রিপুরায় এসেছিলেন৷ তবে কি কারনে এই আত্মহত্যার পথ বেছে নিল টিংকু এই সমস্ত কিছুই বেরিয়ে আসবে পুলিশি তদন্তের মধ্য দিয়ে৷ তবে যাই হোক সাত সকালে আত্মহত্যার ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *