Ganja:তিন লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার খোয়াইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ গাড়িতে তল্লাশি চালিয়ে আটক শুকনো গাঁজা৷ ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ি চালক৷ ফলে রীতিমতী পুলিশের ব্যর্থতা আবার ষ্পষ্ট হয়ে উঠেছে শনিবার৷ উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকার অধিক হবে বলে পুলিশ আধিকারিকের কাছ থেকে জানা গেছে৷ ঘটনা শনিবার দুপুরে খোয়াই থানাধীন পহরমপুর বাজার এলাকার  খোয়াই-আগরতলা সড়কে৷ জানা যায় যে, এদিন খোয়াই সুভাষপার্ক ফাঁড়ির পুলিশ পহরমপুর বাজারের পাশে বলাকা কমিউনিটি হলের সামনে নাকা চেকিংয়ের বসে৷ গাড়িটি মোহনপুর থেকে গাঁজা নিয়ে খোয়াই হয়ে অন্য জায়গায় উদ্দেশ্যে যাচ্ছিল বলে পুলিশের ধারণা৷ তল্লাশি চালানোর সময় গাড়ির নিচে থেকে মোট ৯৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ৷ যার মূল্য তিন লক্ষাধিক টাকার অধিক হবে বলে অনুমান পুলিশের৷