Rain:কো:ফাইনালে আজ ঝাড়খন্ড ম্যাচ শেষ চারের লক্ষ্যে মরিয়া ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর।। দু:শ্চিন্তায় ত্রিপুরা স্পোর্টস স্কুলের টিম ম্যানেজমেন্ট। দু:শ্চিন্তা বিপক্ষ দলকে নিয়ে নয়। দু:শ্চিন্তা মুষলধারে বৃষ্টিকে নিয়ে। শনিবার প্রায় সারাদিনই মুষলধারে বৃষ্টি হয়। ফলে মাঠ হয়ে থাকবে পিচ্ছিল। ওই অবস্থায় ঝাড়খন্ডের বিরুদ্ধে আগামীকাল কতটা লড়াই ছুড়ে দিতে পারবে, তা নিয়েই দু:শ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। রবিবার অনূর্ধ্ব-‌১৭ বালকদের সুব্রত মুখার্জি কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল মুখোমুখি হবে ঝাড়খন্ডের। দেশের রাজধানীর আম্বেদকর স্টেডিয়ামে আগামীকাল দুপুর ২ টায় শুরু হবে ম্যাচটি। এদিন সকালে ‘‌ইলশে গুড়ি’ বৃষ্টির মধ্যেই অনুশীলন সেরে নেয় ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। সকাল ১০ টা থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। যা সংবাদ লেখা পর্যন্ত চলছে। এনিয়ে স্পোর্টস স্কুলের কোচ শুভেনজিৎ সিনহা দিল্লি থেকে টেলিফোনে একরাশ উৎকন্ঠা নিয়ে বলেন, “মুষলধারে বৃষ্টির ফলে মাঠ পিচ্ছিল হয়ে থাকবে। আমাদের ছেলেদের বুটের সমস্যাও রয়েছে। আমাদের ছেলেরা যে বুট পড়ে খেলে, ওই বুট পড়ে পিচ্ছিল মাঠে খুব একটা ভালো খেলা সম্ভব নয়। তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছি আমরা”। এদিকে চোট পাওয়া দলের ৩ ফুটবলার মণি কলই, বিপ্লব দেববর্মা এবং মাজারুল আকমল এখন অনেকটাই সুস্থ। ফলে সেরা একাদশই মাঠে নামতে পারবেন বলে জানিয়েছেন কোচ শুভেনজিৎ সিনহা। শেষে শুভেনজিৎ সিনহা আরও বলেন, “মাঠ পিচ্ছিল হলেও আমার ছেলেরা বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়বে না। শেষ মিনিট পর্যন্ত লড়াই করবেই এবং দলকে সেমিফাইনালে তুলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবেই”।‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *