নাসিকে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আগুন ধরল বাসে; মৃত্যু ১১ জনের, আহত কমপক্ষে ২১

নাসিক, ৮ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের নাসিক জেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে আগুন ধরে গেল একটি লাক্সারি বাসে। শনিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নাসিক শহরের নাসিক-ঔরাঙ্গাবাদ সড়কের ওপর হোটেল মিরচির কাছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একটি শিশু-সহ ১১ জনের এবং কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। আগুনের পুড়ে মৃত্যু হয়েছে অধিকাংশ বাস যাত্রীর। বিধ্বংসী আগুনে বাসটি পুড়ে গিয়েছে।

মহারাষ্ট্রের অভিভাবক মন্ত্রী দাদা ভুসে জানিয়েছেন, ইয়াভাতমাল থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল লাক্সারি বাসটি। সেই সময় নাসিক থেকে পুণের দিকে যাচ্ছিল একটি ট্রাক। ভোর ৫.২০ মিনিট নাগাদ নাসিক-ঔরাঙ্গাবাদ সড়কের ওপর হোটেল মিরচির কাছে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় ওই বাসে। যাত্রীরা কেউ বাসের ভিতর থেকে বেরোতে পারেননি। আগুনে পুড়ে একটি শিশু-সহ মোট ১১ জন যাত্রীর মৃত্যু হয়েছে।

নাসিকের পুলিশ কমিশনার জয়ন্ত নাইকনাভারে জানিয়েছেন, মুম্বইগামী ওই লাক্সারি বাসে ৩০ জন যাত্রী ছিলেন। শনিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ ইয়াভাতমাল থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছিল বাসটি। ভোর ৫.১৫ মিনিট নাগাদ ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। বাসে আগুন ধরে যাওয়ায় ১১ জনের মৃত্যু হয়েছে ও ২১ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহারাষ্ট্রের অভিভাবক মন্ত্রী দাদা ভুসে জানিয়েছেন, আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে সরকার। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

নাসিকে ভয়াবহ এই দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *