নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে গতকাল রাতে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় নতুন বাজার আশ্রম চৌমুহনী এলাকায়৷ অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ বৃহস্পতিবার রাতে প্রতিমা নিরঞ্জনের সময় উত্তপ্ত নতুন বাজার আশ্রম চৈমুনী এলাকা৷ জানা গেছে যে নতুন বাজার সুকান্ত কলোনীর সার্বজনীন পুজো কমিটির প্রতিমা নিরঞ্জনের সময় দু’পক্ষের মধ্যে ঝামেল দেখা দেয়৷ যা পরবর্তী সময় হাতাহাতির রূপ নেয়৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমত গলদকর্ম হতে হয়েছে৷ সময়মতো পুলিশ পদক্ষেপ গ্রহণ করায় বড় ধরনের অঘটন ঘটেনি৷ পুলিশ যথাসময়ে পদক্ষেপ গ্রহণ না করলে বড় ধরনের অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা ছিল বলে স্থানীয় মানুষ জানিয়েছেন৷ পুলিশের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ৷
2022-10-07