Tripura:বিসর্জনে গিয়ে মূর্তির নিচে চাপা পড়ে আহত পুর নিগমের কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ রাজধানীর দশমী ঘাট এলাকায় প্রতিমা নিরঞ্জন করার সময় মূর্তির নিচে চাপা পড়ে গুরুতর ভাবে আহত  হল আগরতলা পুর নিগমের এক কর্মী৷ আহত নিগম কর্মীর নাম নারায়ণ সরকার৷
 জানা যায় বৃহস্পতিবার রাতে প্রতিমা নিরঞ্জন করার সময় নিগমের কর্মী নারায়ণ সরকার আচমকা মূর্তির নিচে চাপা পড়ে যায়৷ সাথে সাথে অন্যান্য কর্মীরা তাকে উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়৷ পড়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহত নিগম কর্মীকে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ আহত নিগম কর্মী নারায়ন সরকার বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *