দুমকা, ৭ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার রাতে দুমকা জেলার জারমুন্ডি থানা এলাকায় প্রেমিকার গায়ে পেট্রোল লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। গুরুতর আহত মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জারমুন্ডি ব্লকের ভালকি গ্রামে। অভিযুক্ত প্রেমিকা বিবাহিত। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, অভিযুক্ত রাজেশ কুমার রাউত বিয়ে করতে অস্বীকার করার পরে মারুতি কুমারী (১৯) কে তার দিদিমার সঙ্গে ঘুমন্ত অবস্থা পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে দুমকার ফুলগাও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে মারুতির বয়ান রেকর্ড করেন ম্যাজিস্ট্রেট। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তরিত করেছেন চিকিৎসকরা।
জারমুন্ডির এসডিপিও শিবেন্দ্র কুমার জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযুক্ত পাকুড় জেলার মহেশপুর থানার অন্তর্গত রামগড়ের বাসিন্দা। মেয়েটির মামাতো ভাই মুকেশ তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট দুমকার জারুওয়াডিহের পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় রাঁচিতে চিকিৎসা চলাকালীন অঙ্কিতা নামে কিশোরীর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত শাহরুখ ও নঈম ওরফে ছোটুকে গ্রেফতার করে পুলিশ।