নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ উদয়পুর বিবেক সংঘ এলাকায় বৃহস্পতিবার সকালে একটি সাদা রঙের আল্টো গাড়ি ধাক্কায় আহত হয় ৬৭ বছরে এক পথ চলতি মহিলা৷ আহত মহিলা নাম গীতা রানী দে৷ বাড়ি উদয়পুর বদরমোকাম৷ গৃহ পরিচালিকার কাজ করে সংসার চালায় স্বামী হারা গীতা রানী দে৷ বৃহস্পতিবার প্রতিদিনের মতো কাজে যাবার পথে উদয়পুর বিবেক সংঘ এলাকায় মারুতি গাড়ি একটি অটো গাড়ি ধাক্কা দিয়ে রাস্তা উল্টো পাশে গীতা রানীকে ধাক্কা দেয়৷ প্রত্যক্ষদর্শীরা গাড়ি ধাক্কায় আহত গীতা রানীকে উদ্ধার করে উদয়পুর দমকল কর্মীদের খবর দেয়৷ দমকল কর্মীরা টেপানিয়া জেলা হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠায়৷ আহত গীতা রানীর মাথায় এবং শরীরের অন্যান্য জায়গায় আঘাত প্রাপ্ত হয়েছেন৷ রাধা কিশোরপুর থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে৷
2022-10-06