চেন্নাই, ৬ অক্টোবর (হি.স.): খাবারে বিষক্রিয়ার জেরে কমপক্ষে তিন শিশুর মৃত্যু হয়েছে তামিলনাড়ুতে। অসুস্থ হয়ে আরও ৮ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিন জনকে রাখা হয়েছে ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’-এ (আইসিইউ)।
বুধবার রাতে খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে তামিলনাড়ুর তিরুপুরের একটি ক্রেশের শিশুরা। ‘বিবেকানন্দ সেবালয়াম’ নামে ওই ক্রেশে রাতের খাবার খাওয়ার পরই কয়েক জন শিশু বমি করতে শুরু করে। কেউ কেউ অচৈতন্য হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে, স্থানান্তরিত করানো হয় সরকারি হাসপাতালে।
কালেক্টর বিনীত জানিয়েছেন, বেসরকারি অনাথ আশ্রমে খাবার খেয়ে ৩ জন মারা গিয়েছে, ৮ জন অসুস্থ। খাদ্যে বিষক্রিয়াকেই সন্দেহ করা হচ্ছে, তবুও সঠিক কারণ জানা যাবে নমুনার ক্লিনিকাল তদন্তের পর। বেসরকারি অনাথ আশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।