বেঙ্গালুরু, ৬ অক্টোবর (হি.স.): ইডি-র সমন পেয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সময় চাইলেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। যদিও, সেই আর্জি প্রত্যাখ্যান করেছে প্রবর্তন নির্দেশালয়।
ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে আর্থিক কন্ট্রিবিউশন সম্পর্কিত তদন্তের জন্য সমন জারি করেছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এই মামলায় সমন পাঠানো হয়েছে কর্ণাটক কংগ্রেসের প্রদেশ সভাপতি ডি কে শিবকুমারকে। শুধুমাত্র ডি কে শিবকুমার নন, তাঁর ভাই কংগ্রেস সাংসদ ডি কে সুরেশকেও সমন পাঠানো হয়েছে। ডি কে শিবকুমার ও তাঁর ভাই ডি কে সুরেশকে আগামী ৭ অক্টোবর হাজিরা দিতে বলা হয়েছে।
এদিন ভারত জোড়ো যাত্রা চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডি কে শিবকুমার বলেছেন, আমি ইডি-র সামনে হাজির হওয়ার জন্য সময় চেয়েছিলাম যা প্রত্যাখ্যান করা হয়েছে। আমি আমার নেতাদের সঙ্গে আলোচনা করব এবং তারপর ঠিক করব।