মেক্সিকো সিটি, ৬ অক্টোবর (হি.স.): ফের বন্দুকবাজের হামলা। এবার দক্ষিণ-পশ্চিম মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান সিটি হলে বন্দুকবাজের হামলার জেরে পরপর ১৮ জনের মৃত্যু হয়। নিহত ১৮ জনের মধ্যে সেখানকার মেয়রও রয়েছেন। সান মিগুয়াল টোটোলাপান সিটি হলে ঢুকে আচমকাই হামলা চালায় এক বন্দুকবাজ। হামলার প্রথম দফায় পরপর ৯ জনের মৃত্যু হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮-তে।
দক্ষিণ পশ্চিম মেক্সিকোর ছোট শহর সান মিগুয়েল টোটালাপনের টাউন হলে হামলা চালায় জনা কয়েক আততায়ী। গুলিতে ঝাঁজরা করে দেয় শহরের মেয়র, কাউন্সিল সদস্য এবং পুলিশের পদস্থ কর্তাদের। লস টাকিলারস মাফিয়া গ্যাং হামলা চালায় বলে অভিযোগ। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মনে করা হচ্ছে, গ্যাংস্টার রায়বেল জ্যাকব দে আলমোন্টের মৃত্যুর বদলা নিতেই এই হামলা। মেয়র কনরাডো মেন্ডোজা আলমেডার মৃত্যুতে শোকপ্রকাশ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে তাঁর দল পিআরডি। টাউন হলে হামলার আগে শহরের প্রাক্তন মেয়র তথা আলমেডার বাবা জুয়ার মেন্ডোজা অ্যাকোস্টার বাড়িতে ঢুকে তাঁকে খুন করে ড্রাগ মাফিয়ারা।