নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ চিকিৎসায় গাফিলতিতে দেড় মাসের শিশু কন্যার মৃত্যুর অভিযোগ উঠলো বিলোনিয়া হাসপাতালে৷ নেমে আসে শোকের ছায়া৷
ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার রাত থেকে উত্তর সোনাইছড়ির শিবু দাসের শিশুকন্যা চম্পা দাস শারীরিক সম্যসায় ভোগছিলো৷ বুধবার সন্ধ্যায় চম্পাকে চিকিৎসার জন্য বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে৷ যথারিতি চিকিৎসাও শুরু হয়৷ কিন্তু কিছুক্ষণ পরেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ এতে করে অভিভাবকরা ক্ষোভে ফেটে পরে৷ তাদের বক্তব্য স্বাস্থ্য দপ্তরের কর্তব্যরত নার্সের গাফিলতির কারণে চম্পার মৃত্যু হয়েছে৷ শোকের ছায়া নেমে আসে পরিবারের লোকজনদের মধ্যে৷
2022-10-06