নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.) : অমৃতসর জেলার অন্তর্গত ভরপাল গ্রামের আন্তর্জাতিক সীমান্তের কাছে মাদক ও চার প্যাকেট কার্তুজ উদ্ধার করল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বুধবার তল্লাশি অভিযান চালিয়ে কার্তুজ ও মাদকদ্রব্য উদ্ধার করে বিএসএফ।
দিল্লি বিএসএফ সদর দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন সকালে বিএসএফ কর্মীরা অমৃতসর জেলার অন্তর্গত ভরপাল গ্রামে অবস্থিত আন্তর্জাতিক সীমান্তের কাছে সন্দেহজনক কিছু শব্দ শুনতে পান। এরপরই বিএসএফ সদস্যরা এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে। তখনই জওয়ানরা সীমান্তের বেড়া বরাবর মাঠে হলুদ আঠালো টেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট দেখতে পান। এর মধ্যে একটি প্যাকেটে ৫০ রাউন্ড ৯ মিমি বুলেট ছিল। দ্বিতীয় প্যাকেটে মাদকদ্রব্য ছিল, যার ওজন ২.০৬০কেজি।