মুম্বইয়ে চারটি গাড়ি ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মৃত্যু ৫ জনের, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

মুম্বই, ৫ অক্টোবর (হি.স.): মুম্বইয়ের বান্দ্রা ওরলি সি লিঙ্কে চারটি গাড়ি ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার ভোররাতে মুম্বইয়ের বান্দ্রা ওরলি সি লিঙ্কে চারটি গাড়ি ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত হন ১০ জন, তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী দফতর (পিএমও)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *