জম্মু, ৪ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এখন জম্মু ও কাশ্মীর সফরে রয়েছেন। কেন্দ্রশাসিত অঞ্চলে অমিত শাহের সুরক্ষার প্রেক্ষিতে নিরাপত্তা অনেকটাই জোরদার করা হয়েছে। এবার জম্মু ও রাজৌরি জেলার কিছু অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার জম্মু ও রাজৌরি জেলার কিছু অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।বিকেল পাঁচটা অবধি জম্মু ও রাজৌরিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিনই রাজৌরিতে ঐতিহাসিক জনসভা করার কথা রয়েছে অমিত শাহের।

