নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.) : সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংয়ের অবস্থা “স্থিতিশীল” বলে জানাল গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে। রবিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মেদান্ত হাসপাতালের আইসিইউতে ডায়ালাইসিসও করা হয়। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন।
মেদান্ত হাসপাতাল একটি বিবৃতিতে জানিয়েছে,”মুলায়ম সিং যাদব জি বর্তমানে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন এবং বিশেষজ্ঞদের একটি বিস্তৃত দল দ্বারা চিকিত্সা করা হচ্ছে।”
সমাজবাদী পার্টি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, তাঁর অবস্থা সঙ্কটজনক। সেই সঙ্গে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের বাইরে জমায়েত না হওয়ার জন্য সপা কর্মীদের কাছে আবেদনও করা হয়েছে।