Rajnath Singh:অভ্যন্তরীণ অথবা বাহ্যিক হোক, দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বায়ুসেনা : রাজনাথ সিং

যোধপুর, ৩ অক্টোবর (হি.স.): অভ্যন্তরীণ হোক অথবা বাহ্যিক, দেশের সুরক্ষায় সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বায়ুসেনা। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার রাজস্থানের যোধপুরে প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইফ কমব্যাট হেলিকপ্টার “প্রচন্ড” ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ভারতীয় বায়ুসেনা দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অভ্যন্তরীণ হুমকি হোক অথবা বাহ্যিক যুদ্ধ, ভারতীয় বায়ুসেনা সর্বদা নিজেদের সাহস ও বীরত্ব দিয়ে জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করেছে। দেশীয়ভাবে তৈরি লাইফ কমব্যাট হেলিকপ্টার ভারতীয় বায়ুসেনার দক্ষতা বৃদ্ধি করবে।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, দেশীয়ভাবে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার (এলসিএইচ)-এর অন্তর্ভুক্তি আমাদের সক্ষমতা বাড়াবে এবং প্রতিরক্ষা উৎপাদনকে বাড়িয়ে তুলবে। রাজনাথের কথায়, দীর্ঘকাল ধরে আক্রমণকারী হেলিকপ্টারের প্রয়োজন ছিল এবং ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময়, এর প্রয়োজনীয়তা গুরুতরভাবে অনুভূত হয়েছিল। লাইট কমব্যাট হেলিকপ্টার দুই দশক ধরে গবেষণা ও উন্নয়নের ফলাফল এবং বায়ুসেনায় এর অন্তর্ভুক্তি প্রতিরক্ষা উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, আমসদের সশস্ত্র বাহিনীর সমস্ত চাহিদা পূরণে সক্ষম এই লাইট কমব্যাট হেলিকপ্টার।