কলকাতা, ১ অক্টোবর (হি. স.): শহর জুড়ে পুজো আবহ । ষষ্ঠীর সকাল থেকেই পুজোর ভিড় বিভিন্ন প্যান্ডেলে । আর এরই মাঝে মায়ের বোধনের দিন ইজেডসিসি-তে বিজেপি-র দুর্গা পুজোর উদ্বোধনে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ।
প্রতি বছরের মত এই বছরও ইজেডসিসি-তে বিজেপির পুজো । ইজেডসিসি-তে পুজোর উদ্ধবোধন করে সুকান্ত মজুমদার বলেন,” বাংলা দুর্নীতিমুক্ত হোক । পুজোয় রাস্তায় অবস্থানে বেকাররা । রাজ্যকে দুর্নীতিমুক্ত করুন দুর্গা । এছাড়াও আগামী পঞ্চায়েত নির্বাচন যাতে সন্ত্রাসমুক্ত হয়, যারা দুর্নীতিতে জড়িত, তারা অবশ্যই শাস্তি পান । কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্ত চলুক । তবে নিয়োগও দরকারএসএসসি প্রস্তুত। এরপর আদালত যা বলবে তাই হবে ” ।