ফাইভ-জি-র সূচনা টেলিকম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ১৩০ কোটি ভারতীয়কে উপহার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): ফাইভ-জি পরিষেবার সূচনা টেলিকম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ১৩০ কোটি ভারতীয়বাসীকে উপহার। ফাইভ-জি পরিষেবার সূচনা করার পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে নতুন দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের ষষ্ঠ সংস্করণের উদ্বোধন ও ফাইভ-জি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, একবিংশ শতাব্দীর ভারতের আজ ঐতিহাসিক দিন। ফাইভ-জি প্রযুক্তি টেলিকম সেক্টরে বিপ্লব ঘটাবে। ফাইভ-জি দেশে নতুন যুগের লক্ষ্যে একটি পদক্ষেপ, অসীম সুযোগের সূচনা।

প্রধানমন্ত্রী বলেছেন, নতুন ভারত প্রযুক্তির নিছক ভোক্তা থাকবে না, কিন্তু সেই প্রযুক্তির বিকাশ ও বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে। আমরা বিশ্বে প্রযুক্তিগত অগ্রগতির নেতৃত্ব দেব। ডিজিটাল ভারতের সাফল্য ডিভাইসের খরচ, ডিজিটাল সংযোগ, ডেটা খরচ এবং ডিজিটাল প্রথম পদ্ধতি-সহ ৪টি স্তম্ভের উপর ভিত্তি করে। আমরা সেই সমস্ত কিছুর উপর কাজ করেছি।

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, ২০১৪ সালে শূন্য মোবাইল ফোন রফতানি করা থেকে এখনও পর্যন্ত, যখন আমরা হাজার হাজার কোটি টাকার ফোন রফতানি করি… এই প্রচেষ্টাগুলি ডিভাইসের খরচের উপর প্রভাব ফেলেছে। এখন আমরা কম খরচে আরও বৈশিষ্ট্য পেতে শুরু করেছি। প্রধানমন্ত্রীর কথায়, আমি দেখেছি দেশের দরিদ্ররাও সব সময় নতুন প্রযুক্তি গ্রহণ করতে এগিয়ে আসেন… প্রযুক্তি সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয়ে উঠেছে।” প্রধানমন্ত্রী আরও যোগ করেছেন, ডিজিটাল ইন্ডিয়া প্রত্যেক নাগরিককে জায়গা দিয়েছে। এমনকি সবচেয়ে ছোট রাস্তার বিক্রেতাও ইউপিআই সুবিধা ব্যবহার করছেন। কোনও মধ্যস্বত্বভোগী ছাড়াই সরকার নাগরিকদের কাছে পৌঁছেছে, সুবিধা সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *