নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): কংগ্রেস সভাপতি নির্বাচনের লড়াইয়ে ছিলেন কে এন ত্রিপাঠি, কিন্তু তাঁর ফর্ম বাতিল হয়ে গিয়েছে। শনিবার এমনটাই জানালেন কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন অথরিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি। তিনি বলেছেন, কে এন ত্রিপাঠির ফর্ম বাতিল করা হয়েছে, কারণ নির্ধারিত নিয়মগুলি পূরণ করেনি, স্বাক্ষর-সম্পর্কিত সমস্যা ছিল। ফলে কংগ্রেস সভাপতি নির্বাচনের দৌড়ে এখন মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর।
কংগ্রেস নেতা মধুসূদন মিস্ত্রি হলেন কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন অথরিটির চেয়ারম্যান। তিনি এদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন, শুক্রবার মোট ২০টি ফর্ম জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে যাচাই-বাছাই কমিটি ৪টি ফর্ম বাতিল করেছে। প্রত্যাহারের জন্য ৮ অক্টোবর পর্যন্ত সময় আছে, তার পর বিষয়টি পরিষ্কার হবে। কেউ প্রত্যাহার না করলে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, কংগ্রেস সভাপতি পদের বর্তমান দুই প্রতিযোগীর মধ্যে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুর।