করিমগঞ্জ (অসম), ১ অক্টোবর (হি.স.) : আর কিছুক্ষণ, করিগমঞ্জ শহরে পদর্পণ করবেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নাগরিককুল। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সীমান্ত শহর করিমগঞ্জের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্ঠনীর চাদরে মোড়ে দেওয়া হয়েছে গোটা শহরকে।
শহরের বিভিন্ন স্থানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষী বাহিনীর একটি টিম গত দুদিন থেকে মকড্রিল করছে। জেলার সাধারণ ও পুলিশ প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে, সেদিকে শ্যানদৃষ্টি রেখে চলছে পুলিশ সুপার পদ্মনাভ বরুয়ার বাহিনী।
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জেলার শাসক দলের নেতাদেরও রাতের ঘুম উবে গিয়েছে। শ্যামাপ্রসাদ ভবনের ব্যস্ততা চরম পর্যায়ে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর সফরকে সার্বিকভাবে সফল করে তুলতে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্বাধীন ভারতবর্ষে প্রথমবারের মতো কোনও মুখ্যমন্ত্রী সীমান্ত জেলার দুর্গোৎসবে শামিল হতে আসছেন। ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে জেলা বিজেপির উদ্যোগে শহরে সাজসাজ রব।
মুখ্যমন্ত্রী ড. শর্মাকে স্বাগত জানাতে দলের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে বড় বড় তোরণ ও তাঁর বিশাল বিশাল কাটআউট লাগানো হয়েছে। দলীয় এবং রং-বেরঙের পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা শহরকে।
জেলা প্রশাসনের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ শনিবার সকাল ১২টা ২০ মিনিটে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার যোগে শহরের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অবতরণ করবেন। সেখান থেকে তিনি সোজা চলে যাবেন টাউন কালীবাড়িতে। সেখানে পুজো দিয়ে, রামকৃষ্ণ মিশনে মায়ের মূর্তি দর্শন করবেন মুখ্যমন্ত্রী। তার পর মদন মোহনজিউ আখড়ায় অনুষ্ঠিত পুজোয় মায়ের মৃন্ময়ী রূপ দর্শন করবেন তিনি। এর পর শহরের বেশ কয়েকটি বারোয়ারি দুর্গা পুজার মণ্ডপ পরিদর্শন করার কথা। মোট ১১টি পুজো দর্শন করবেন হিমন্তবিশ্ব শর্মা।
এরপর মুখ্যমন্ত্রী শহর সংলগ্ন কানিশাইলে অবস্থিত পাথারকান্দির বিধায়ক তথা তাঁর রাজনৈতিক সমন্বয়ক কৃষ্ণেন্দু পালের বাড়িতে অনুষ্ঠিত পুজায় অংশগ্রহণ করবেন। সেখানে ফলাহার সেরে মুখ্যমন্ত্রী জেলার প্রবীণ বিজেপি প্রবীণ নেতা তথা দলেরর অন্যতম টিভি প্যানালিস্ট বিশ্বরূপ ভট্টাচার্যের বাড়িতে অনুষ্ঠিত মায়ের পুজো দেখতে যাবেন। সেখানে কিছু সময় কাটিয়ে বিকাল চারটায় পুনরায় হেলিকপ্টার যোগে দিশপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন মুখ্যমন্ত্রী।
এদিকে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাকে প্রান্তিক শহরে উষ্ণ অভ্যর্থনা জানাতে শহরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। করিমগঞ্জের ইতিহাসে প্রথমবারের মতো কোনও মুখ্যমন্ত্রী দুর্গোৎসবে শামিল হতে আসছেন। এটা যেন শহর সহ সমগ্র জেলাবাসীর কাছে এবারের দুর্গাপূজায় এক বাড়তি পাওনা। তাই এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে জেলার আনাচে-কানাচে খুশির হাওয়া বইছে। গ্রাম-গ্রামান্তরের অবালবৃদ্ধবনিতা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যে জেলা সদরে জমায়েত হয়েছেন।
এমনিতেই এই জেলায় হিমন্তবিশ্ব শর্মার অনেক জনপ্রিয়তা রয়েছে। তাঁর মধ্যে আবার মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবারের মতো করিমগঞ্জ সফরে আসছেন। তাই দলীয় কার্যকর্তা ও সমর্থক সহ সাধারণ জনগণের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে। প্রিয় মুখ্যমন্ত্রীকে একটু কাছ থেকে দেখতে জেলার সর্বত্র জনমনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।