পটনা, ১ অক্টোবর (হি.স.) : আগামী ১১ অক্টোবর বিহারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ছাপড়া জেলার কৃষকদের সম্মেলনে ভাষণ দেবেন। এর আগে ২২ সেপ্টেম্বর পূর্ণিয়ায় এসেছিলেন অমিত শাহ। এবার লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে চাপড়ার সীতাবদিয়ারা পৌঁছচ্ছেন অমিত শাহ। ছাপড়ার সাংসদ রাজীব প্রতাপ রুডির মতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকাল ১০টায় পটনা বিমানবন্দরে পৌঁছাবেন।
পটনা থেকে ১১:১৫ টায় হেলিকপ্টারে ১২ টায় সিতাবদিয়ারা পৌঁছাবেন। সিতাবদিয়ারায় লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগদানের পর তিনি আড়াইটায় আমনৌরে পৌঁছাবেন। তিনি এখানে ছাপড়া, সিওয়ান ও গোপালগঞ্জ জেলার সমবায় কৃষকদের সম্মেলনে ভাষণ দেবেন। এছাড়া তিনি লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে সীতাবদিয়ারা থেকে সমবায় সংক্রান্ত দেশব্যাপী প্রকল্পেরও উদ্বোধন করবেন।