নবম ন্যাশনাল ল্যাব এক্সিবিশন অ্যান্ড প্রজেক্ট প্রতিযোগিতায় ত্রিপুুরার মডেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর : নবম ন্যাশনাল ল্যাব এক্সিবিশন অ্যান্ড প্রজেক্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে৷ তাতে ত্রিপুরাও অংশগ্রহণ করে প্রশংসা কুড়িয়েছে৷  সারা দেশের থেকে ৫০০র অধিক মডেল উপস্থিত হয়েছিল সেখানে৷ প্রত্যেকেই সেখানে নিজেদের প্রজেক্ট প্রদর্শন করেছেন৷ তার মধ্যে ৬০টি মডেলকে বাছাই করা হয়৷ যার মধ্যে ত্রিপুরা থেকে দুটি মডেল পুরসৃকত হয়৷ সেই দুইটি মডেল প্রাপক সাকিল সাহা এবং মধুরিমা দাস৷ তাদেরকে শুক্রবার এসসিইআরটি- এর মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়৷ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তিনি জয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *