নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে শুক্রবার মনোনয়ন জমা দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে।
খাড়গে নির্বাচনের ময়দানে নামার পর দলের আরেক প্রবীন নেতা দিগ্বিজয় সিং সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। মনোনয়নের সময় তিনি খাড়গের প্রস্তাবক হয়েছিলেন। অন্যদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট খড়গেকে সমর্থন করেছেন। মনোনয়নের জন্য খড়গে যখন কংগ্রেস সদর দফতরে পৌঁছান, তখন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতা অশোক গেহলট, দিগ্বিজয় সিং, সালমান খুরশিদ, রাজীব শুক্লা, প্রমোদ তিওয়ারি।
কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা বলেন, তিনি মনোনয়ন জমা দেওয়ার মল্লিকার্জুন খার্গের সিদ্ধান্তকে স্বাগত জানান।