সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের উদ্যোগে শহরে ২৫ কিমি সাইকেল অভিযান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। হলো সাইকেল রেইড। আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের উদ্যোগে। শুক্রবার সকাল সাড়ে ৬ টায়। রামনগর  ‘‌কফি টি অ্যান্ড মি’‌ সপের সামনে থেকে ২৫কিমি সাইকেল রাইডের  করা হয়েছে। সাইকেলিং উপকারিতা ও সুষম খাদ্যের বার্তা  নিয়।

এই সংগঠনের নেতৃত্ব করা হয়েছে ফাউন্ডেশনের ‌নেতৃত্ব করা হয়েছে গোপেশ দেবনাথকে, যিনি সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষক। সবাই সাইকেলিং এর সামনে একটি সচেতনতামূলক প্লেকার্ড সামনে রেখে শহরের মুখ্য স্থানগুলিতে রাইড করে একটি বার্তা দেওয়া র প্রয়াস করেছেন। প্রায় ৩৫ জন সাইকেলিস্ট ছিল এবং তার মধ্যে ছোট ছোট ছেলেমেয়েদের থেকে শুরু করে অনেক বড়রাও  ছিলেন। শহরের মধ্যে একটি সমাজ সচেতনতামূলক বার্তা নিয়েই ওই সাইক্লেনিং। 

কারণ শহরের মধ্যে প্রতিদিন যান্ত্রিক দুর্ঘটনাও হচ্ছে এবং জনগণরা যদি কমপক্ষে তাদের নিজস্ব কর্মক্ষেত্রে, বাজার, হাঁটে সাইকেল নিয়ে যায় তাহলে এক্সিডেন্ট থেকে শুরু করে শহরের ট্রাফিক অনেকটাই কমবে। ওই প্রয়াস করছে ফাউন্ডেশন। 

উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে সচেতন বার্তা জানানো সাইকেল চালানো যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো, তেমনি শরীরকে সুস্থ এবং সবল রাখতে হলে স্বাস্থ্যকর খাবার খাওয়া দরকার।একটি স্বাস্থ্যকর খাদ্যের নুতন মেনু নিয়ে এসছে আগরতলার‌ একটা কফি সপ ‘‌কফি টি অ্যান্ড মি’‌ ।আর তা সব সাইক্লিস্টদের মাধ্যমে প্রচার করতে চান‌, সাইকেল চালানোর পাশাপাশি সব খেলোয়ার থেকে শুরু করে সমস্ত বয়স্ক গুরুজনের জন্য স্বাস্থ্যকর খাবার  বাধ্যতামূলক। 

সেই জিনিসটিকে মূলত সামনে রেখে আজকের রাইড এর আয়োজন ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *