নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : কংগ্রেস এখন ভাই-বোনের দলে পরিণত হয়েছে এবং কোনও আদর্শের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে মনে করেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)–এর সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।
ভুবনেশ্বরে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে নড্ডা বলেন, কংগ্রেস দল ভারতীয় বা জাতীয় নয়, এখন এটি ভাই-বোনের দল হিসাবে সীমাবদ্ধ।
তিনি বলেন, ভুবনেশ্বরের পবিত্র ভূমি আমাদের সাহসী ছেলেদের দেশ যারা সামাজিক পরিবর্তন এনেছে। তিনি আরও বলেন, “নবরাত্রের পবিত্র সময়ে আমি আপনাদের সকলকে আহ্বান জানাই যে আসুন আমরা ওড়িশাতেও পদ্ম ফোটাবো।
বিজেপি সভাপতি আরও বলেন, আমরা গর্বিত যে ওড়িশার মেয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হওয়ার সৌভাগ্য পেয়েছেন। করোনার সময় ভারতীয় জনতা পার্টির লক্ষ লক্ষ কর্মী জীবনের পরোয়া না করে সংগঠনের নামে লক্ষ লক্ষ মানুষের সেবা করা শুরু করে। তিনি বিজেপি কর্মীদের এই কাজে হাত দেওয়ার আহ্বান জানান।