নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর : নিজ বিধানসভা এলাকায় বস্ত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা৷ শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে শুক্রবার ৮ টাউন বড়দোয়ালি এলাকায় বস্ত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন প্রতি বছরই তিনি বস্ত্র বিতরণ করেন৷ তবে এই বছরটা একটু আলাদা৷ সদ্য করোনা থেকে মুক্তি পেয়েছে রাজ্য৷ তার উপর এই এলাকার সাধারণ নাগরিক উনাকে বিধায়কের আসনে বসিয়েছেন৷ তার উপর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে৷ তাই এবছর দায়িত্বটা একটু বেশি৷ এলাকার মা বোনেদের হাতে তাই শারদিয়ার উপহার হিসেবে বস্ত্র তুলে দিয়েছেন তিনি৷
2022-09-30

