Covid 19:ঝাড়খণ্ডে সক্রিয় করোনা রোগী ৮১ জন

রাঁচি, ৩০ সেপ্টেম্বর (হি. স.) : ঝাড়খণ্ডে মাত্র ৮১ জন সক্রিয় করোনা রোগী রয়েছে। এর মধ্যে রাঁচিতে সর্বাধিক ৪৩ জন রোগী সক্রিয় রয়েছে।

শুক্রবার সকালে পাওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ জন রোগী। অন্যদিকে রাজ্যে আটটি নতুন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। তার মধ্যে, বোকারোতে ১, দেওঘরে ১, পূর্ব সিংভূমের (জামশেদপুর) ৩ এবং রাঁচিতে ৩ জন রয়েছে।

রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা এখন ৪ লাখ, ৪২ হাজার ৩৫৮ জনে ছুঁয়েছে। রাজ্যে মোট ২ কোটি ২৭ লাখ ৫২ হাজার ৪৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮১টি সক্রিয় করোনা রোগী। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৯৪৭ জন। রাজ্যে করোনায় মারা গিয়েছেন ৫,৩৩০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *