মুর্শিদাবাদ, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : মুর্শিদাবাদ জেলাতে অপহরণ করে নিয়ে গিয়ে খুন করা হল এক যুবককে। পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, সেই টাকা না পেয়ে খুন করা হল এক যুবককে।
পুলিশ জানিয়েছে মৃতের নাম বাপ্পা মন্ডল। বৃহস্পতিবার বহরমপুর থানার উত্তর পাড়া মোড়ের বাড়ি থেকে আড়াই কিলোমিটার দুরে বাইপাস সংলগ্ন মাঠে থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়। বাড়ি বহরমপুর থানার অন্তর্গত রাধারঘাটে। বৃহস্পতিবার সকাল দশটা দিকে দেহ উদ্ধার হয়, তারপরেই পরিবার কে খবর দেওয়া হলে পরিবারের সদস্যরা গিয়ে দেহ শনাক্ত করেন। দেহে একাধিক আঘাতের চিহ্ন আছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
মৃতের বাবা মিলন মন্ডল জানান, বুধবার রাতে দোকান থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বাপ্পা মন্ড কে। প্রথমে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে আমাদের কে ফোন করে দুস্কৃতীরা বলে অভিযোগ। যদিও পরিবারের সদস্যরা দেড় লক্ষ টাকা দিতে পারবে বলে জানালে তাতেই রাজি হয়ে যায় দুস্কৃতীরা। বাড়িতে ফোন আসার পরেই বহরমপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তারপরেই তদন্ত শুরু করে। পরে বুধবার রাতে পুনরায় মুক্তিপণের টাকা দাবি করে দুস্কৃতীরা। দেড় লক্ষ টাকা নিয়ে পরিবারের সদস্যরা বেলডাঙার উদ্দেশ্যে রওনা দেয় । যদিও পুলিশকে খবর দিতে বারণ করা হলেও পুলিশ কে সাথে নিয়ে যাচ্ছিল। সেই ঘটনা জানাজানি হতেই দুস্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। যদিও রাতভর ছেলের কোন খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। অবশেষে বৃহস্পতিবার সকালে বহরমপুরের খাগড়ার রেলগেট এলাকা থেকে দেহ উদ্ধার করা হয় বাপ্পা মন্ডলের দেহ। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।