Aurangabad:ঔরঙ্গাবাদে পিএফআই অফিস সিল, পুলিশ মোতায়েন

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার ঔরঙ্গাবাদ জেলার জিনসি এলাকার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) অফিস সিল করে দিয়েছে পুলিশ। যেকোনো অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলায় অফিসের আশপাশে কড়া পুলিশি ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে পিএফআই-এর অফিস সিল করার এটাই প্রথম পদক্ষেপ বলে জানা গেছে।

ঔরঙ্গাবাদের পুলিশ কমিশনার ডঃ নিখিল গুপ্ত আজ নিজের স্বাক্ষরে জিনসি এলাকার তিনটি গেট সিল করে দিলেন। পিএফআই অফিসের বাইরেও পুলিশ মোতায়েন রয়েছে। এই বিষয়ে অফিসে একটি নোটিশও দেওয়া হয়েছে, তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ছাড়াও স্থানীয় পুলিশও পিএফআই-এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
এর আগে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) ঔরঙ্গাবাদের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে পিএফআই-এর ১৩ জন সদস্যকে গ্রেফতার করেছিল। তাঁদের মধ্যে রয়েছেন পিএফআই-এর মহারাষ্ট্র রাজ্য সভাপতি নাসির শেখ। ঔরঙ্গাবাদ পুলিশ এখানে বিভিন্ন এলাকায় পিএফআই-এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের তদন্ত করছে।