ভারতে ২১৮.১৭-কোটি টিকাকরণ সম্পন্ন, বুধে টিকা পেলেন ২১-লক্ষাধিক প্রাপক

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ২১৮.১৭-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে ভারতে, পৌঁছে গিয়েছে টিকাকরণের নতুন মাইলফলকে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ২১ লক্ষ ৬৩ হাজার ২৪৮ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২১৮.১৭-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। মোট টিকা প্রাপকের সংখ্যা-২১৮,১৭,৯৪,৭৪৮ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর সারা দিনে ভারতে ৩,১৬,৯১৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৯.৪৭ কোটির গন্ডি ছাড়িয়ে গিয়েছে। পরীক্ষিত ৩,১৬,৯১৬ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,২৭২ জন।