সুরাট, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : যখন বিশ্বাস বাড়ে, তখন প্রচেষ্টাও বাড়ে। সকলের প্রচেষ্টাতেই দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হয়। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, বিগত দুই দশক ধরে উন্নয়নের যে পথে হাঁটছে সুরাট, আগামী বছরগুলিতে তা আরও ত্বরান্বিত হতে চলেছে। বৃহস্পতিবার গুজরাটের সুরাটে ৩,৪০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “এই শতাব্দীর প্রথম দশকে আমরা যখন তিনটি পি মডেল অর্থাৎ পাবলিক, প্রাইভেট এবং পার্টনারশিপ নিয়ে আলোচনা করতাম, তখন আমি সুরাটের চারটি পি-এর উদাহরণ দিতাম অর্থাৎ মানুষ, পাবলিক, প্রাইভেট এবং পার্টনারশিপ। এই মডেলটি সুরাটকে বিশেষ করে তোলে।” প্রধানমন্ত্রী বলেছেন, “নবরাত্রি উদযাপনের সময় গুজরাটের পরিকাঠামো, খেলাধুলা এবং আধ্যাত্মিক গন্তব্যের শিলান্যাস করা আমার কাছে সৌভাগ্যের বিষয়… সুরাট হল ‘জন ভাগিদারি’ এবং ঐক্যের একটি দুর্দান্ত উদাহরণ। সমগ্র ভারত থেকে মানুষ সুরাটে বাস করেন, সুরাট একটি মিনি-ইন্ডিয়া।”
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “বিগত দুই দশকে আমরা সুরাটের দরিদ্রদের জন্য প্রায় ৮০ হাজার বাড়ি তৈরি করেছি, তাঁদের জীবনযাত্রার মানোন্নয়ন করতে পেরেছি। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে, দেশে প্রায় ৪ কোটি দরিদ্র রোগী বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন, যার মধ্যে ৩২ লক্ষেরও বেশি রোগী গুজরাটের এবং ১.২৫ লক্ষ সুরাটের।” প্রধানমন্ত্রীর কথায়, “সুরাটকে বিমানবন্দরের সঙ্গে সংযোগকারী রাস্তাটি শহরের সংস্কৃতি, সমৃদ্ধি এবং আধুনিকতাকে প্রতিফলিত করে… আমরা তৎকালীন দিল্লি সরকারকে বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম কেন সুরাটের একটি বিমানবন্দর দরকার এবং এই শহরের শক্তি কী। বর্তমানে এখান থেকে অনেক বিমান ছাড়ে।”প্রধানমন্ত্রী এদিনের অনুষ্ঠান থেকে বলেছেন, বিগত দুই দশক ধরে উন্নয়নের যে পথে হাঁটছে সুরাট, আগামী বছরগুলিতে তা আরও ত্বরান্বিত হতে চলেছে। এই উন্নয়ন এখন ডাবল ইঞ্জিন সরকারের প্রতি আস্থার রুপে প্রতিফলিত হচ্ছে। যখন বিশ্বাস বাড়ে, তখন প্রচেষ্টাও বাড়ে। সকলের প্রচেষ্টাতেই দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হয়।