বালুরঘাট, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবিতে হাসপাতালের সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। বৃহস্পতিবার দুপুরে বিজেপির বালুরঘাট শহর মণ্ডলের তরফে এই বিক্ষোভ দেখানো হয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সমীরপ্রসাদ দত্ত, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান মালদা বিভাগের ইনচার্জ শুভেন্দু সরকার সহ অন্য নেতারা। এদিন হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি কথায় কথায় রেফার বন্ধের দাবিও জানানো হয়েছে। বিক্ষোভের পর সুপারকে ৭ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে আগামীতে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতারা।
অন্যদিকে, দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।