নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): কোভিড টিকাকরণের অমৃত মহোৎসব অভিযান শেষ হচ্ছে শুক্রবার, ৩০ সেপ্টেম্বর। একদিন আগে সমস্ত দেশবাসীর কাছে বিনামূল্যে প্রিকশন ডোজ নেওয়ার আবেদন জানাল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কোভিড টিকাকরণ অমৃত মহোৎসব অভিযানের শেষ দিন, তার আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যোগ্য সুবিধাভোগীদের বিনামূল্যে প্রিকশন ডোজ নিতে নিকটস্থ সরকারি টিকা কেন্দ্রগুলিতে যাওয়ার জন্য আবেদন করেছে।
জাতীয় কোভিড টিকাকরণ অভিযানের অংশ হিসাবে প্রিকশন ডোজকে উৎসাহিত করার জন্য এই বছরের ১৫ জুলাই ৭৫ দিনের অভিযানের সূচনা হয়েছিল। অভিযানের অধীনে, ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য সমস্ত সরকারি কোভিড-১৯ টিকা কেন্দ্রে বিনামূল্যে প্রিকশন ডোজ প্রদান করা হয়েছে। এ পর্যন্ত ২০ কোটি ৮৮ লক্ষ প্রিকশন ডোজ সুবিধাভোগীদের দেওয়া হয়েছে।

