রায়পুর, ২৯ সেপ্টেম্বর (হি.স.): ছত্তিশগড়ের দুর্গ জেলায় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে একই পরিবারের ৪ জন সদস্যকে। স্বামী, স্ত্রী ও এক ছেলে ও এক মেয়েকে কুঠার দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ।
দুর্গ-এর পুলিশ অভিষেক পল্লব জানিয়েছেন, খুনি তাঁদের বাড়ি সম্পর্কে জানত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্বামীর ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।তদন্ত শুরু হয়েছে। মৃতদের নাম-ভোলানাথ যাদব (৩৪), স্ত্রী নায়লা যাদব (৩০), ছেলে পরমদ যাদব (৮), মেয়ে মুক্তা যাদব (১৩)। তাঁদের মূল বাড়ি ওডিশার বলঙ্গির জেলার ডিরগা সিন্ধি কালা গ্রামে, স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে দুর্গ জেলার কুমহারিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন ভোলানাথ যাদব।
দুর্গের এসপি অভিষেক পল্লব বলেছেন, “স্বামী, স্ত্রী এবং দুই সন্তানকে কুঠার দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। খুনের কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভোলানাথের ভাই এই খুনের সঙ্গে জড়িত। শ্বাসরোধের কোনও চিহ্ন দেখা যাচ্ছে না। জমি নিয়ে বিরোধ থাকতে পারে। আঙুলের ছাপ নেওয়া হয়েছে। বুধবার রাত ১০টার পর ঘটনাটি ঘটেছে। খুব শীঘ্রই খুনের কারণ খুঁজে বের করা হবে এবং খুনিকে গ্রেফতার করা হবে।”

