ওদালগুড়ি (অসম), ২৮ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ওরাং জাতীয় উদ্যান।
কোভিড-১৯ প্ৰটোকলের নীতি-নিৰ্দেশনা মেনে দৰ্শনাৰ্থীরা উদ্যানের বন্যপ্রাণী এবং নান্দনিক পরিবেশ উপভোগ করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন মঙলদৈ ফরেস্ট ডিভিশনের বন্যপ্ৰাণী আধিকারিক।
এখানে উল্লেখ করা যেতে পারে, ওরাং জাতীয় উদ্যান দরং এবং শোণিতপুর জেলার বুক চিরে ধাবিত ব্ৰহ্মপুত্ৰ নদের উত্তর পাড়ে অবস্থিত। ১৯৮৫ সালে ওরাংকে অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এর পর ১৯৯৯ সালে একে জাতীয় উদ্যানের স্বীকৃতি দেওয়া হয়।