বেজিং, ২৮ সেপ্টেম্বর (হি.স.): উত্তর-পূর্ব চিনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন কমপক্ষে ১৭ জন। বুধবার দুপুর ১২.৪০ মিনিট নাগাদ উত্তর-পূর্ব চিনের চাংচুন শহরের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। চাংচুন নিউ এরিয়া ইন্ডাস্ট্রিয়াল জোনের একটি হাই-টেক বিভাগে অবস্থিত রেস্তোরাঁয় আগুন লাগে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বুধবার দুপুরে একটি রেস্তোরাঁয় আগুন লাগে, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে ও ৩ জন আহত হয়েছেন। দমকলের তৎপরতায় বিকেল তিনটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে দমকলের পক্ষ থেকে।