নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের আবেদন মঞ্জুর করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বুধবার চিকিৎসার জন্য লালুপ্রসাদ যাদবকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। আইআরসিটিসি কেলেঙ্কারিতে সিবিআই এবং ইডি-র মামলায় লালুপ্রসাদ এখন জামিনে রয়েছেন।
তিনি চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, ১০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন লালু। বুধবার সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আদালতে আবেদন মঞ্জুর হওয়ায় বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

