সান ফ্রান্সিসকো, ২৮ সেপ্টেম্বর (হি.স.): বোমা রাখার ভুয়ো হুমকির জের, যুদ্ধবিমানের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে জরুরি অবতরণ করানো হল সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানকে। ঘটনাটি ঘটেছে বুধবার। জানা গিয়েছে, তাঁর স্যুটকেসে বোমা রাখা আছে এই হুমকি দেন সান ফ্রান্সিসকো থেকে আসা ওই বিমানেরই এক যাত্রী। তখনই সিঙ্গাপুর প্রতিরক্ষা মন্ত্রক ৪টি যুদ্ধবিমান দিয়ে ওই যাত্রীবাহী বিমানটিকে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করায়।
যদিও পরে দেখা যায় বোমা থাকার দাবির কোনও ভিত্তি নেই। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রক বুধবার জানিয়েছে, সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ৩৩-এ বোমার হুমকি মিথ্যা বলে যাচাই করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বছর ৩৭-এর এক পুরুষ যাত্রী জানায়, তার বহনকারী ব্যাগে বোমা ছিল।