পিএফআই-কে নিষেধাজ্ঞার মাধ্যমে দেশ-বিরোধীদের বার্তা, তারা টিকতে পারবে না ভারতে : বোম্মাই

বেঙ্গালুরু, ২৮ সেপ্টেম্বর (হি.স.): পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে স্বাগত জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। তাঁর মতে, পিএফআই-কে নিষেধাজ্ঞার মাধ্যমে দেশ-বিরোধীদের এই বার্তা দেওয়া হয়েছে যে, তারা টিকতে পারবে না ভারতে। প্রসঙ্গত, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর উপর ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পিএফআই-এর শরিক দলগুলির উপরেও।

কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই বলেছেন, “সিপিআই, সিপিএম এবং কংগ্রেসের মত বিরোধী দল-সহ সমস্ত রাজনৈতিক দল এবং দেশের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল এটি। পিএফআই দেশবিরোধী কার্যকলাপ, হিংসায় জড়িত ছিল। দেশের বাইরে তাঁদের কমান্ড ছিল।” মুখ্যমন্ত্রী বোম্মাই আরও বলেছেন, “সীমান্তের ওপারে গিয়ে কয়েকজন প্রশিক্ষণও নিয়েছিল। এই সংগঠনটিকে নিষিদ্ধ করার সময় এসেছে। ভারত সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ দেশ-বিরোধীদের জন্য একটি বার্তা। আমি জনগণকে এই ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *