টোকিও-তে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত মোদী ও কিশিদা, প্রধানমন্ত্রী বললেন শিনজোকে স্মরণ করছে ভারত

টোকিও, ২৭ সেপ্টেম্বর (হি.স.): জাপানের রাজধানী টোকিও-তে সে দেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে টোকিও-তে জাপানি প্রতিপক্ষ ফুমিও কিশিদার সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুশল বিনিময় করার পর উভয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আজ আমরা দুঃখের সময়ে মিলিত হচ্ছি। শেষবার আমি যখন এসেছিলাম তখন আমি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দীর্ঘ কথোপকথন করেছি। ভারত শিনজো আবেকে মিস করছে এবং তাঁকে ও জাপানকে স্মরণ করছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “আমি বিশ্বাস করি, আপনার (ফুমিও কিশিদা) নেতৃত্বে ভারত ও জাপানের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হবে এবং নতুন উচ্চতায় পৌঁছে যাবে। আমরা বিশ্বের সমস্যা সমাধানে উপযুক্ত ভূমিকা পালন করতে সক্ষম হব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *