Tripura :ত্রিপুরায় চা নিলাম কেন্দ্র স্থাপনে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আগরতলা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় চা নিলাম কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে আজ রাজ্য অতিথিশালায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে টি বোর্ড অব ইন্ডিয়া এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের সহযোগিতায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। সভায় কলকাতা ও গুয়াহাটির টি বোর্ড অব ইন্ডিয়ার আধিকারিকগণ ছাড়াও চা শিল্পের সাথে যুক্ত দিল্লি, কলকাতা, ত্রিপুরা, গুয়াহাটি, জোরহাট, দক্ষিণ ভারতের চা বিক্রেতা এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের আধিকারিকগণ অংশ নিয়েছেন। সভায় প্রথম পর্যায়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশানের মাধ্যমে ত্রিপুরায় চা শিল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন কলকাতাস্থিত টি বোর্ড অব ইন্ডিয়ার কনট্রোলার অব লাইসেন্সিং রজনীগন্ধা সীল নস্কর।
মতবিনিময় সভায় আলোচনায় অংশ নিয়ে ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সন্তোষ সাহা বলেন, দেশ বিদেশের বাজারে রাজ্যে উৎপাদিত চা বাজারজাত করণের লক্ষ্যে একটি চা নিলাম কেন্দ্র স্থাপনের চিন্তা ভাবনা করা হচ্ছে। ইতিমধ্যে ত্রিপুরার চা-কে জনপ্রিয় করার লক্ষ্যে একটি লোগো তৈরী করা হয়েছে। ত্রিপুরায় উৎপাদিত চা ত্রিপুরেশ্বরী নামে ব্র্যান্ডিং করা হয়েছে। রাজ্যের চা সহজলভ্য করার জন্য ত্রিপুরা সরকার গণবন্টন ব্যবস্থায় সুলভমূল্যে জনগণের কাছে পৌঁছে দিচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর পূর্বাঞ্চলকে গুরুত্ব দিতে ‘পূবে সক্রিয় হও’ নীতির ঘোষণা করেছেন। এর ফলে ত্রিপুরার সাথে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে রেল ও বিমান সংযোগ স্থাপিত হয়েছে। তাঁর দাবি, ত্রিপুরাতে চা নিলাম কেন্দ্র হওয়াটা অত্যন্ত প্রয়োজন। এজন্য টি বোর্ড অব ইন্ডিয়ার সহযোগিতা চাই। ত্রিপুরায় চা নিলাম কেন্দ্র গড়ে উঠলে রাজ্যের চা উৎপাদকরা যেমন লাভবান হবেন তেমনি রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ আরও সুদৃঢ় হবে।
বিশেষ অতিথির ভাষণে শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা বলেন, কলকাতা ও গুয়াহাটিতে চায়ের নিলাম বাজার রয়েছে। ত্রিপুরার উৎপাদক, ক্রেতা ও বিক্রেতা যাতে লাভবান হয় সেজন্য এখানে চা নিলাম কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সুভাষ চন্দ্র দাস, ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাণিক লাল দাস ও টি বোর্ড অব ইন্ডিয়ার কার্যকরি অধিকর্তা অরুণিতা ফুকন যাদব। স্বাগত বক্তব্য রাখেন টি বোর্ড অব ইন্ডিয়ার উপঅধিকর্তা কমল চন্দ্র বৈশ্য। উল্লেখ্য, মতবিনিময় সভার পর রাজ্যে উৎপাদিত চা নিয়ে টি টেষ্টিং-এর ব্যবস্থা করা হয়।প্রসঙ্গত, রাজ্য অতিথিশালায় আয়োজিত এই বৈঠকে শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা, টি বোর্ড অব ইন্ডিয়ার উত্তর-পূর্বাঞ্চল আঞ্চলিক কার্যালয়ের এগজিকিউটিভ ডিরেক্টর অরুনিতা ফুকন যাদব ও ডেপুটি ডিরেক্টর কমলা চন্দ্রা বৈশ্য, টি বোর্ডের কন্ট্রোলার অব লাইসেন্সিং রজনীগন্ধা সীল নস্কর, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা ও ম্যানেজিং ডিরেক্টর মানিক লাল দাস উপস্থিত ছিলেন।