ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। ফিটনেস টেস্টে উত্তীর্ণ ৯ ক্রিকেটার বৃহস্পতিবার জয়পুরে যোগ দিচ্ছেন দলের সঙ্গে। ওই দিন ওই ৯ ক্রিকেটারের সঙ্গে জয়পুর যাচ্ছেন ২ নির্বাচকও। এরপরই শুরু হবে ৩৬ জন ক্রিকেটারকে নিয়ে চূড়ান্ত প্রস্তুতি। দুদিন অনুশীলন করার পর হবে প্রস্তুতি ম্যাচ। তা দেখেই নির্বাচকরা বাছাই করবেন ত্রিপুরা দল। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ক্রিকেটে অংশগ্রহণের জন্য। জানা গেছে, শনিবার হয়তোবা আরও ১ নির্বাচক উড়ে যাবেন জয়পুরে। প্রশ্ন উঠেছে, স্কোর শিট দেখেই যখন ত্রিপুরা দল গড়া হবে তাহলে কেনও টি সি এ-র টাকা খরচ করে ভিন রাজ্যে নির্বাচকদের পাঠানো হবে? এদিকে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়া ক্রিকেটাররা হলেন নিরুপম সেন চৌধুরি, দীপায়ন দেববর্মা, অভিজিৎ সরকার, শঙ্কর পাল, তাপস মন্ডল, জয়দীপ ভট্টাচার্য, অভিজিৎ চক্রবর্তী, চিরঞ্জীৎ পাল এবং ইন্দ্রজিৎ দেবনাথ। এদিকে মঙ্গলবার ত্রিপুরা দলের শিবিরে থাকা ক্রিকেটারদের দুই দলে ভাগ করে হয় প্রস্তুতি ম্যাচ। তবে ওই ম্যাচের কোনও খবর দিতে পারেননি রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। ১১ অক্টোবর থেকে জয়পুরেই শুরু হবে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ক্রিকেটের আসর। এবছর ত্রিপুরার গ্রুপে গোয়া, উত্তর প্রদেশ, পাঞ্জাব, হায়দরাবাদ, পন্ডিচেরী, মনিপুর এবং দিল্লি। ১১ অক্টোবর গোয়া, ১২ অক্টোবর উত্তর প্রদেশ, ১৪ অক্টোবর পাঞ্জাব, ১৬ অক্টোবর হায়দরাবাদ, ১৮ অক্টোবর পন্ডিচেরী, ২০ অক্টোবর মনিপুর এবং ২২ অক্টোবর ত্রিপুরার শেষ প্রতিপক্ষ দিল্লি। শক্তিশালী গ্রুপে থাকা ত্রিপুরা ভালো খেলা নিয়ে আশাবাদী। জয়পুর যাওয়া ক্রিকেটাররা হলেন: ঋদ্ধিমান সাহা, সুদীপ চ্যাটার্জি, বিশাল ঘোষ, রজত দে, দীপক খাত্রি, নিরুপম সেন, অর্কপ্রভ সিনহা, পল্লব দাস, সেন্টু সরকার, শ্রীদাম পাল, বিক্রম দেবনাথ, রাণা দত্ত, অর্জুন দেবনাথ, শাহরুখ হুসেন, পারভেজ সুলতান, শুভম ঘোষ, স্বরব সাহানি, চন্দন রায়, অমরেশ সরকার, অজয় সরকার, সন্দীপ সরকার, জয়কিষান সাহা, বিক্রম কুমার দাস, মণিশঙ্কর মুড়া সিং,তন্ময় দাস এবং জয়দীপ বনিক। কোচ: কিশোর মুহুরি, অনুপ দাস, চিকিৎসক: জয়দীপ্ত মজুমদার।
2022-09-27

