নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলেছেন। দেশের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃ্ত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এখবর জানা গিয়েছে।
কলকাতা হাইকোর্টের সিনিয়র বিচারপতি দীপঙ্কর দত্ত ২০২০ সালের ২৮ এপ্রিল বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হন। এবার তিনি দেশের শীর্ষ আদালতের বিচাপতি হচ্ছেন। কেন্দ্রীয় সরকার এই মর্মে অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে। বিচারপতি দীপঙ্কর দত্তের জন্ম ১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি। ১৯৮৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএলবি ডিগ্রি নেন। সেই বছরই তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে তিনি বহু সাংবিধানিক এবং দেওয়ানি মামলা লড়েছেন।