TET:১১ ডিসেম্বর প্রাথমিকে টেট

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : পুজোর আগেই স্বস্তির খবর। সোমবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার অর্থাৎ টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। এই বছরের শেষেই হবে টেট পরীক্ষা। এই বছরের শেষেই ১১ ডিসেম্বর প্রাথমিকে টেট হবে।

এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, টেট নিতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে। কিন্তু সেই নির্দেশ পালন করতে পর্ষদ পারছে না, সেটা জানিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টকে। সোমবার বিজ্ঞপ্তি জারি করে আরও জানানো হয়েছে, প্রায় ১১ হাজার শূন্যপদে নিয়োগের জন্যও বিজ্ঞপ্তি জারি হবে পুজোর আগে। এই নিয়োগের জন্য অতীতে যাঁরা টেট উত্তীর্ণ, তাঁরাই আবেদন করতে পারবেন। প্রাথমিকে প্রশিক্ষণ থাকলেও আবেদন করতে পারবেন নিয়োগের জন্য।

এবার থেকে প্রতি বছর প্রাথমিক টেটে পরীক্ষা হবে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, বছরে দুবার নিয়োগের পরিকল্পনাও রয়েছে। তৃণমূল আমলে এর আগে তিনবার টেট হয়। ২০১২, ২০১৪, ২০১৭ সালে টেট পরীক্ষা নেয় পর্ষদ। এই টেট পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগও উঠেছে। এই আবহে নতুন করে টেট পরীক্ষা নেওয়ার তৎপরতা শুরু হয়। নতুন সভাপতি এবং অস্থায়ী কমিটি আসার পর বৈঠক হয়।

পরীক্ষার দিনক্ষণ নিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, ওইদিন সুপারিশ করা হয় অ্যাডহক কমিটির তরফে। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে, হালেই ১৮৫ জনকে সুপারিশপত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।