ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। উদ্বোধন করবেন মেয়র দীপক মজুমদার। রাজ্য স্কুল সাঁতার প্রতিযোগিতার। আগামীকাল দুপুর আড়াইটায় বাধারঘাটের রাইমা সুইমিং পুলে হবে প্রতিযোগিতার উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকবেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমং মগ, পশ্চিম জিলা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব এবং ওয়াই পি ও কৃষ্ণ কান্ত ভট্টাচার্য। আসর চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আসর সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়।
2022-09-26